বান্দরবানের লামা পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির গঠন করা হয়।
এ উপলক্ষে পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এতে বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি মো. আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল ও বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম ও ছাচিং প্রু মার্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা পারুল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সম্মেলনে চতুর্থ বারে মত সভাপতি পদে মো. রফিক। সহ-সভাপতি পদে শাহ জাহান, এম. বশিরুল আলম, চন্দন দাশ, উজ্জল বড়–য়া। সাধারণ সম্পাদক পদে মো. তাজুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাসু পালিত, মংসুইহ্লা মার্মা। সাংগঠনিক সম্পাদক পদে মো. তৈয়ব আলী ও মংছিং প্রু মার্মা। আইন বিষয়ক সম্পাদক পদে মো. রফিক সরকার। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে মো. মঞ্জুর আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে গোলাম সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ শাওন নির্বাচিত হন।
আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নির্বাচিত আংশিক কমিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা অনুমোদন দেন।
You must be logged in to post a comment.