বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৩ নং আলেক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংচউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ মাউসাং মারমা, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য উচাইনিং মারমা, উপদেষ্টা সদস্য মংয়ইঅং মারমা, উপদেষ্টা সদস্য নুচমং মারমা, সহ- সভাপতি পুহ্লাঅং মারমা, সহ- সভাপতি শিশির তঞ্চঙ্গ্যা, সহ- সভাপতি ও আলেক্ষ্যং ইউ,পি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সহ- সভাপতি চহাইমং মারমা, সাংগঠনিক সম্পাদক মংখিংসাইং মারমা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আথুইমং মারমা। উক্ত সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক ধীরেন ত্রিপুরা।
সভায় বর্তমান সাংগঠনিক কমিটির বর্তমান অবস্থা ও আগামীদিনের সাংগঠনিক পরিকল্পনা এবং দলের সাংগঠনিক কর্মকান্ডের প্রসারের জন্য করণীয় বিষয়ের উপর আলোচনা করা হয়।
সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম
You must be logged in to post a comment.