বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২২/২৩ অক্টোবর। এ সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভা আহব্বান করা হয়েছে।।
বান্দরবান জেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার জেলা শহরের দলীয় কার্যলয়ে সন্ধ্যা ৬টায় এ সভার আয়োজন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য সংগঠনটির সব সদস্যকে ইতিমধ্যে আমন্ত্রন জানানো হয়েছে।
জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, জাতীয় সম্মেলন সফল করার জন্য প্রস্তুতির অংশ হিসাবে জেলা আওয়ামীলীগের সভার আয়োজন করা হয়েছে।
You must be logged in to post a comment.