আওয়ামী লীগ সরকারের আমলে স্কুল,কলেজ,মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালভার্ট, বিদ্যুৎ লাইন সম্প্রসারণ, ব্রিজসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানেও কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের লামা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্টানিক উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এসব কথা বলেন।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসলাম বেবী, যুগ্ম-সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা জামাল, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফাতেমা পারুল বিশেষ অতিথি ছিলেন।
এ সময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় এ উন্নয়ন সম্ভব হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে বীর বাহাদুরকে বিপুল ভোটে পূনরায় নির্বাচিত করতে হবে। এজন্য সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ভিত্তিক আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের কমিটি সমূহ আরও সচল করতে হবে।
এসময় গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয় মার্মা, আজিজনগর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুখ, সরই ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক জসিম উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শহীদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. শাহী নেওয়াজ, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক তাজুল ইসলাম, পৌর মেয়র জহিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বাথোয়াইচিং মার্মা প্রমুখ নিজ নিজ এলাকার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
পরে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইলের হাতে সদস্য কার্ড তুলে দিয়ে সদস্য ভুক্তি ও নবায়ন উদ্বোধন করেন। এর আগে পাশের আলীকদম উপজেলায়ও সদস্য ভুক্তি ও নবায়ন অনুষ্টান উদ্বোধন করেন প্রধান অতিথি ক্য শৈ হ্লা।
সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম
You must be logged in to post a comment.