
বান্দরবান শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১৯ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর সম্মেলন উপলক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
সংগঠনটির সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল দাশ এর সভাপতিত্বে বান্দরবান শহরের রাজার মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা কাজল কান্তি দাশ।
আরো জানা গেছে, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পৌর মেয়র ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু মার্মা, মোজাম্মেল হক বাহাদুর,অজিত দাশ প্রমুখ।
You must be logged in to post a comment.