
বান্দরবান জেলা আওয়ামী লীগের বহুল প্রত্যাশিত সম্মেলন এর তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর বান্দরবান আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৭ অক্টোবর) আওয়ামী লীগ এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বান্দরবানসহ অপর দুই পার্বত্য জেলার সম্মেলনের তারিখ ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রোববার (২৭অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগ এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা হোটেল কিং অব চিটাগং-এ সকাল ১১টায় অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অনেকে। এ সভায় তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়।
বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন,সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে, সেই অনুসারে সন্মেলন সফল করতে সব ধরণের প্রস্তুতি গ্রহন করবে আওয়ামী লীগ।
প্রসঙ্গত,বাংলাদেশ আওয়ামী লীগ এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.