মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে আনন্দ সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার বিকালে জেলা শহরের কেএসআই মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সুধাংশু বিমল চক্রবর্ত্রী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য,ক্যাসা প্রু, লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ অনেকে।
বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয়। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে জেলা আওয়ামীলীগের ওয়েব পোর্টাল www.albban.org । এসময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল।
You must be logged in to post a comment.