“আমাদের শহর আমরাই রাখব পরিষ্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছতা অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বান্দরবান জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে বান্দরবান বাজারের বিভিন্ন অলি-গলিতে বান্দরবান কলেজ ছাত্রলীগের সদস্য, পুলিশ প্রশাসন, বান্দরবান পৌরসভার সদস্য ও আওয়ামীলীগ নেতাকর্মীরা এতে অংশ নিয়ে এই কর্মসূচী পালন করেন।
এসময় পরিষ্কার পরিচ্ছতা অভিযান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
You must be logged in to post a comment.