
বাঙ্গালহালিয়াতে ভদন্ত নন্দবংশ ‘মহাথেরো’ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ভাল মানুষ হতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই। ভদন্ত নন্দবংশ থেরো থেকে যেমন মহাথেরো হয়েছে। বুদ্ধ মানে জ্ঞানের ধর্ম, তাই বুদ্ধের নির্দেশনা আমাদের অনুসরন করতে হবে।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুক মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাজনিকায় ৬ষ্ঠ সংঘনায়ক উ. ঞানা ওয়াইনসা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ.পঞ্ঞা চক্ক মহাথেরো, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহা-সচিব অধ্যাপক ড. প্রণব কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহা-সচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড. কল্যাণপ্রিয় থেরো, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান। এতে আরো শতশত ভিক্ষুসংঘ ও হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.