পর্যটন ক্ষেত্রে উন্নয়ন করতে সকলের মনমানসিকতার পরির্বতন আনতে হবে। বান্দরবানের থানচি উপজেলা এমন একটি উপজেলা যেখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা থানচি এসেছেন বলেই আজ বান্দরবানের থানচি উপজেলার রুপ পরির্বতন হয়েছে। থানছি উপজেলা আজ মডেল উপজেলায় পরিণত হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক বান্দরবানে ভ্রমণে আসছে ,তারই ধারাবাহিকতায় আজ থানচি বিশ্বের কাছে পরিচয় লাভ করতে সক্ষম হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের থানচি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিভিন্ন কর্মকান্ডের উদ্বোধন কালে এসব কথা বলেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন,পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নৌকায় ভোট দিন। আজ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারনের কাছে দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণকে যা কথা দেয় সেই অনুযায়ী কাজ করে। শেখ হাসিনার সরকারের আমলেই পার্বত্য এলাকায় পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে বান্দরবানের থানচি উপজেলা বাজার প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় থানচি সদরের ১৪৫২ পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল প্রদান করা হয় এবং অপরাজেয় এর উদ্দ্যেগে ২হাজার পিস কম্বল বিতরণের শুভ সূচনা করেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন কোটি একানব্বই লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে পার্বত্য জেলায় পল্লী অবকাঠামো এর আওতায় থানচি সদরে একটি গার্ডার ব্রীজ, বলিপাড়ায় একটি মসজিদ, নাইন্দারী পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয় ।
এসময় অনুষ্টানে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রু, সদস্য থোয়াইহ্লামং মারমা, সদস্য ফিলিপ ত্রিপুরা, সদস্য তিংতিংম্যা মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোঃ আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী থোয়াইচ মং মারমা, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, বিশিষ্ট ঠিকাদার মোঃ আনিছুর রহমান সুজন সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের পার্বত্য জেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন এর আওতায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে থানচি সদর ইউনিয়নের থানচি নিচে ডুকলুঝিড়িতে আর.সি.সি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ৩০ লক্ষ টাকা ব্যয়ে থানচি উপজেলার বলিপাড়ায় মুসলিম পাড়ার মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে থানচি উপজেলার দক্ষিণ নাইন্দারী পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন, ৬০ লক্ষ টাকা ব্যয়ে থানচি উপজেলা পরিষদের ২টি এবং থানচি সদর হাসপাতালের ২ টি ইঞ্জিন নৌকা সরবরাহকরণ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৫৫ লক্ষ টাকা ব্যয়ে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের দ্বিতল ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
You must be logged in to post a comment.