বাংলাদেশ আওয়ামী লীগের এর কেন্দ্রিয় সাধারন সম্পাদক, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি কাল রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরে যাচ্ছেন।
সূত্রে জানা গেছে, কাল রোববার তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করবেন এবং সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের তুমব্রু এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে তিনি যাচ্ছেন। শনিবার দুপুরে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি’র সাথে ফোনালাপে বান্দরবান সফরের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রিয় আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। আরো জানা গেছে, আওয়ামী লীগ সাধারন সম্পাদকের নাইক্ষ্যংছড়ি এলাকা সফরকালে বান্দরবান জেলা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত থাকবেন।
এই ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি’র এপিএস সাদেক হোসেন চৌধুরী বলেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নাইক্ষ্যংছড়ি সফরে আসবেন, এই ব্যাপারে দলের পক্ষ থেকে প্রস্তুুতি নেওয়া হয়েছে।
সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম
You must be logged in to post a comment.