
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কৃষি সম্প্রসারণ অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবা সকালে তিনি কৃষি সম্প্রসারণ অফিসের ভবনটি উদ্বোধন করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য কর্মকর্তা মোঃ শহীদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, জেলা পুলিশ সুপার কামরুজ জামান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ডি,কে,আই,পি সভাপতি দেবাশীষ জানান, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার আন্তরিকতায় ২০১৬-১৭ অর্থ বছরে নাইক্ষ্যংছড়ি কৃষি সম্প্রসারণ দপ্তরের অত্যাধুনিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
You must be logged in to post a comment.