বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুসারে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অলোচনা সভার মধ্যে দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভার শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা । এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা কাজল কান্তি দাস, আওয়ামীলীগ আহব্বায়ক ক্যউচিং চাক্, যুগ্ন আহব্বায়ক আবু তাহের কোম্পানী, সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল হক, সদস্য সচিব মোঃ ইমরান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর প্রমূখ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার বলেন,এই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম
You must be logged in to post a comment.